Posted on 4th Feb 2022 08:53:49 PM Composition, Essay
Introduction : The cow is an domestic animal. It is seen everywhere in our country. It is very gentle animal.
Description : The cow has a large body. It is covered with soft fur. She has four legs, two eyes, two ears, two horns and a long tail. She has only one set of teeth in her lower jaw.
Where found : The cow is found in every parts of his world.
Kinds : There are many kinds of cows. They also differ in colour. Some are black, some are red and some are white.
Food : The cow lives on grass. She also eats oilcake, rice bran, straw etc. She chews the cud.
Nature : The cow is very gentle. She gives birth to one calf at a time. She low the calf very much.
Usefulness : The cow gives us milk. We get butter, ghee, curd, cheese from her milk. Beside these, many other things are made of milk. The ox drawn carts and plough the fields. Cowdung is good manure. Shoes and boys are made from her skin. Combs and buttons are made from her bones.
Conclusion: The cow is very useful to us. So, we should take good care of her
গরু/গাভী রচনা
সূচনা : গরু একটি গৃহপালিত প্রাণী। এটি আমাদের দেশে সর্বত্র দেখা যায়। এটি খুব শান্ত প্রাণী।
বর্ণনা : গরুর শরীর বড়। এটি লোম দ্বারা আবৃত। এর চারটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি শিং এবং একটি লম্বা লেজ আছে। এর নিচের চোয়ালে মাত্র এক সারি দাত আছে।
কোথায় পাওয়া যায় : পৃথিবীর সর্বত্র গরু পাওয়া যায়।
প্রকার ভেদ : বিভিন্ন ধরনের গরু রয়েছে। এদের মধ্যে রঙেরও পার্থক্য রয়েছে। কতগুলাে কালাে কতগুলাে লাল এবং কতগুলাে সাদা।
খাদ্য : গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। এটি খইল, ভূষি/তুষ, খড় ইত্যাদিও খেয়ে থাকে। এটি জাবর কাটে।
স্বভাব : গরু খুব শান্ত প্রাণী। এটি একবার করে বাছুর (বাচ্চা) প্রসব করে। এটি বাছুরকে খুব ভালােবাসে।
উপকারিতা : গরু আমাদের দুধ দেয়। দুধ থেকে আমরা মাখন, ঘি, দধি, পনির ইত্যাদি পাই । এগুলাে ছাড়াও বিভিন্ন জিনিস দুধ থেকে তৈরি করা হয়। ষাড়/বলদ গরু গাড়ী টানে এবং জমি চাষ করে । গােবর উৎকৃষ্ট সার। এর চামড়া থেকে জুতা এবং ব্যাগ তৈরি হয়। হাড় থেকে চিরুনী এবং বােতাম তৈরি হয়।
উপসংহার : গরু আমাদের কাছে খুবই উপকারী। তাই আমাদেরকে এর ভালাে যত্ন নেওয়া উচিত।
Cow, Domestic, Animal, Grass, Oilcake, Milk, Butter, Ghee, Curd, Cheese, Class, Three, Essays, Writing
Share on Facebook