Posted on 7th Mar 2022 09:53:58 PM Composition
My Bed Room (আমার শোবার ঘর): I have a small bed room. It is ten feet long and eight feet wide. There a table, a chair and a bookshelf in one corner. There is a lamp on the There is a TV and a computer in other corner. There are two pictures, a calendar and a clock on the wall. I always keep the room neat and clean.
আমার একটি ছােট শােবার ঘর আছে। এটি দশ ফুট লম্বা ও আট ফুট চওড়া। সেখানে এক কোণে একটি বিছানা, একটি টেবিল, একটি চেয়ার ও বইয়ের তাক আছে। টেবিলের উপর একটি বাতি আছে। অন্য কোণায় একটি টিভি ও একটি কম্পিউটার আছে। দেওয়ালে দুটি ছবি, একটি দিনপঞ্জি ও একটি ঘড়ি রয়েছে। আমি সব সময় কক্ষটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি।