Posted on 7th Mar 2022 09:56:07 PM Composition
My class Room (আমার শ্রেণিকক্ষ): Our classroom is in the ground floor of our school building. It is a fairly nice room. It has two doors and eight windows. There are twenty low benches and twenty high benches in our classroom. There is a chair, a table and a black-board for the use of teachers. We feel comfort in our class room. We always keep it neat and clean.
আমাদের শ্রেণিকক্ষ আমাদের বিদ্যালয় ভবনের নিচ তলায় অবস্থিত। এটি খুবই সুন্দর কক্ষ। এর দুটি দরজা ও আটটি জানালা আছে। আমাদের শ্রেণিকক্ষে বিশটি নিচু বেঞ ও বিশটি উচু বেঞ্চ আছে। শিক্ষকদের ব্যবহারের জন্য কক্ষটিতে একটি চেয়ার, একটি টেবিল ও একটি ব্ল্যাকবাের্ড আছে। আমরা আমাদের শ্রেণিকক্ষে আরাম অনুভব করি। আমরা সর্বদাই এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।